Home BREAKING NEWS সঙ্গবদ্ধ হয়ে সকাল সকাল ভোট দিতে বের হবেন – মানিক সরকার

সঙ্গবদ্ধ হয়ে সকাল সকাল ভোট দিতে বের হবেন – মানিক সরকার

by News On Time Tripura
0 comment
বিশালগড়

বিশালগড়ঃ সিপিএম কংগ্রেস সমর্থিত ১৬ বিশালগড় বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থ প্রতিম মজুমদারের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয় অফিসটিলা শীতল টিলা এলাকায়। উক্ত জনসভায় উপস্থিত ছিলেন লোকসভার কংগ্রেস দলের পরিষদীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দল নেতা মানিক সরকার, কংগ্রেস নেত্রী অলকা লম্বা, বিধায়ক ভানুলাল সাহা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দল নেতা মানিক সরকার বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে রাজ্যের মানুষ যেই ভুল করেছিল সেই ভুলের পুনরাবৃত্তি না করে এবার আবার রাজ্যে বামফ্রন্ট সমর্থীত সরকারের প্রতিষ্ঠা করে সারা দেশের মানুষ এর কাছে বার্তা পাঠাতে হবে যে এই বিজেপির নেতৃত্বাধীন সরকার কখনও সাধারণ জনগণের কল্যাণে কাজ করে না। তারা মানুষের সংবিধান প্রদত্ত অধিকার হরণ করে নেয়। তাদের কাজ ধর্মের নামে, জাতির নামে শুধুমাত্র হিংসা ছড়ানো। তাই আগামী ১৬ ই ফেব্রুয়ারি ভোট দানের মধ্য দিয়ে তাদের জবাব দিতে হবে। তিনি আরও বলেন ভোটের দিন যদি কোন এলাকায় দূর্বৃত্তরা একত্রিত হয়ে মানুষকে ভোট দিতে বাধা দেয় তাহলে জনসাধারনও একত্রিত হয়ে তাদের মোকাবিলা করার জন্য আহ্বান করেন মানিক সরকার। তাছাড়াও বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস সংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, গত ৬০ মাসে রাজ্যটাকে তছনছ করে দিয়েছি বিজেপি। আজকে যখন তাদের থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তখন ডেমেজ কন্ট্রোল করতে মাত্র ৬০টি বিধানসভা আসনের একটা রাজ্যে দিল্লি থেকে ৬৫ ইঞ্জি সিনা ওয়ালা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ গোটা বিজেপি দলটাকে ত্রিপুরায় এসে পরে থাকতে হচ্ছে। মানুষ তাদের মনস্থির করে ফেলেছে। এবার রাজ্যের মানুষ সরকারের পরিবর্তন করে নতুন সূর্যোদয় ঘটাবে ত্রিপুরায়।
এদিনের সভার পূর্বে একটি সুবিশাল মিছিলের মধ্য দিয়ে কংগ্রেস এবং সিপিআইএম কর্মীরা সভাস্থলে উপস্থিত হয়। এদিনের এই কর্মসূচিতে দুই দলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato