বিলোনিয়াঃ বিজেপি সরকার বিশ্বাসঘাতক ও প্রতারকের দল । ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে ।শুধু আমাদের সাথে প্রতারণা করেনি , বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করেছে। ওদেরকে এবার নির্বাচনে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিন । বিজেপিকে একটি ভোটও দেবেন না বিক্ষোভ সভায় আলোচনা রাখতে গিয়ে এই আবেদন রাখলেন দশহাজার তিনশ তেইশ চাকুরী চ্যুত শিক্ষকদের পক্ষে পিয়ালি চৌধুরী। বিক্ষোভ সভাটি হয় বিলোনিয়া এক নং টিলা এলাকায় । সভার আগে বিজেপি সরকারকে একটি ভোটও নয় , এই স্লোগান তুলে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল সংগঠিত করলো দশহাজার তিনশ তেইশ চাকুরী চ্যুত শিক্ষক শিক্ষিকারা । বিলোনিয়া জন গ্রন্থাগারের সামনে থেকে সংগঠিত হওয়া বিক্ষোভ মিছিল পুরাতন মোটর স্ট্যান্ড থানার মোড় পুরাতন টাউন হল রোড হয়ে ব্যাংক রোড , এক নং টিলা হয়ে হল চৌমুহনী, বিদ্যাপীঠ কর্নার ঘুরে পুনরায় একনংটিলা এসে শেষ হয় এবং সেখানে হয় বিক্ষোভ সভা । সভায় আলোচনা রাখতে গিয়ে ১০৩২৩ এর আন্দোলনের নেত্রী শিক্ষিকা পিয়ালী চৌধুরী, আলোচনা রাখতে গিয়ে বলেন নির্বাচনের ঠিক আগ মূহুর্তে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে হচ্ছে আমাদের খাবারের ব্যবস্থা করুন, দুমুঠো ভাতের ব্যবস্থা করুন । শুধু বড় বড় ফ্লাক্স লাগিয়ে পোস্টার লাগিয়ে সারা রাজ্যে ঘুরে ঘুরে বলেন এই সরকার নাকি সবকিছু করে ফেলেছেন। ২০১৮ সালে এই নতুন সরকারটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন আমরা সকলে আশাবাদী ছিলাম এ সরকার টা সবার জন্য কিছু না কিছু করবে। আমরা বিশ্বাস করেছিলাম সে বিশ্বাসের পরিণতি হিসাবে রাস্তায় দাঁড় করিয়েছে। শুধু মাত্র আত্মসন্মান একটু ভাতের জন্য । এখনও পর্যন্ত ১৫০ জনকে হরিয়েছি । এদিনের মিছিলে ও সভায় ছিলেন বিজয় সাহা, আজয় দেববর্মা সহ ১০৩২৩ জনের শিক্ষক শিক্ষিকা গন।