গাজিয়াবাদঃ চার বছরের শিশুকে ধর্ষণ করে খুন। তার পর দেহ জঙ্গলে ফেলে পালানোর ঘটনায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল গাজ়িয়াবাদের বিশেষ আদালত। ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। জানা গিয়েছে, গত বছরের ১ ডিসেম্বর সোনু গুপ্ত নামে ওই ব্যক্তি একটি চার বছরের শিশুকে অপহরণ করে। তার পর শিশুকে ধর্ষণ করার পর খুন করে। পর দিন শিশুর রক্তাক্ত দেহ পাওয়া যায় সাহিবাবাদ এলাকার জঙ্গলে। ঘটনার তদন্তে পুলিশ ছ’জনের একটি দল গঠন করে। ১৫০টি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হয়। ঘটনার ছ’দিন পর নন্দগ্রাম থানা এলাকার দীনদয়ালপুরী থেকে ২০ বছরের সোনুকে গ্রেফতার করা হয়।
ট্রান্স হিন্ডনের ডিসিপি দীক্ষা শর্মা বলেন, ‘’১৫ দিনের মধ্যে পুলিশ ঘটনার চার্জশিট জমা দেয় আদালতে। তার পরেই বিচারক সোনুর মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। এই রায় দেওয়ার আগে আদালত মোট ১৬ জন সাক্ষীর বয়ান শুনেছে।’’
একটি কারখানায় শ্রমিকের কাজ করত সোনু। সে কবুল করেছে, ধর্ষণ করার উদ্দেশেই সে শিশুটিকে অপহরণ করেছিল। খুন করার কোনও উদ্দেশ্য ছিল না। কিন্তু শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করার পর খুন করে সে।