সাব্রুমঃ
সিপিএমের মিছিলের পালটা দিতে গিয়ে ফ্লপ বিজেপি। সাব্রুমে জিতেনের সামনে টায় টায় ফিস শংকর। এবার হারাতে পারেন নিজ বিধায়ক পদ। আশংকা সাব্রুম বিজেপিতে। ৪০ সাব্রুম বিধানসভা নির্বাচনে সিপিআইএম দলের মনোনীত প্রার্থী তথা সিপিআইএম দলের রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় এক সুবিশাল বাইক রেলি ও পথসভা করা হয় সাব্রুম বাজারে। শনিবার সন্ধ্যার এর কাউন্টার দিতে গিয়ে বিজেপির মিছিলে ভাটার-টান দেখা যায় । সাব্রুম বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পথ চলতি আমজনতারা বিজেপি দলের এ মিছিল দেখে হতবাক !
শুক্রবার জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করে বলেছিলেন বিজেপি দলের উশৃঙ্খল বাইক বাহিনীদেরকে চিহ্নিত করা হয়েছে। কারা কারা কোথায় কি করেছে সমস্ত রেকর্ড ডায়রিতে লিপিবদ্ধ করা হয়েছে। মার্চ মাসে দুই তারিখের পর ঐ ডাইরিতে লেখা নামের লিস্ট বের করা হবে। সাব্রুমে গুঞ্জন শুক্রবারের এই বক্তব্যের পরই বিজেপি দলের মধ্যে হতাশার ভাব দেখা দিয়েছে। তার প্রতিফলনের বাস্তব চিত্র ফুটে উঠলো শনিবারের বিজেপি দলের এই মিছিলে।