কুমারঘাটঃ বাম-কংগ্রেসের যৌথ প্রচারে যোগ দিচ্ছেন উভয় দলের শীর্ষ নেতৃত্ব । দলীয় অফিসে দলগত কাজ সেরে কংগ্রেস প্রার্থীর প্রচার তথা কর্মসূচীর খবর নিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। কুমারঘাটে দলীয় কর্মসুচী সেরে পাবিয়াছড়ার কংগ্রেস প্রার্থী সত্যবান দাসের সাথে মত বিনিময় করেন তিনি। বিরোধী জোট নিয়ে শাসকদলের চক্রান্ত কাজে আসবেনা বলা জনালেন জিতেন চৌধুরী ।