ঋষ্যমুখঃ
ঋষ্যমুখ কেন্দ্রের প্রার্থী দ্বীপায়ন চৌধুরীর হয়ে প্রচারের উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী।
ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারের ঝড় তুললো পদ্ম শিবির । ২৩ এর নির্বাচনে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দ্ধীপায়ন চৌধুরীর সমর্থনে চলছে নির্বাচনী প্রচার । বামেদের দখলে থাকা এই কেন্দ্রেকে ছিনিয়ে নেওয়ার প্রয়াসে মিছিল থেকে শুরু করে সভা ও জন সম্পর্কের কর্মী সুচি নিয়ে মাঠে ঘাটে বিজেপি। শনিবার দুপুর তিনটায় বিধান সভা নির্বাচনকে সামনে রেখে শাসক বিজেপি দলের উদ্দ্যগে জয়পুর স্কুল মাঠে এক নির্বাচনি সভা অনুষ্টিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন এই কেন্দ্রের প্রাথী দীপ্যায়ন চৌধুরী। সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী কংগ্রেস সিপিএমের জোট নিয়ে তীব্র সমালোচনা করেন। রাজ্যের উন্নয়ুনের স্বার্থে শান্তি প্রতিষ্টা করার লক্ষে এই বিধানসভা বিজেপি প্রাথী কে ভোটে দিয়ে জয় করার আহ্বান জানান।