Home BREAKING NEWS জোটার দাবীতে মনোনয়ন প্রত্যাহার টিটনের

জোটার দাবীতে মনোনয়ন প্রত্যাহার টিটনের

by News On Time Tripura
0 comment
উদয়পুর

উদয়পুরঃ জোটের জট খুলতেই বৃহস্পতিবার বাড়তি বিধানসভা কেন্দ্রগুলি থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করল সিপিআইএম এবং কংগ্রেসের প্রার্থীরা। একই সাথে মনোনয়ন পত্র প্রত্যাহার করল আর কেপুর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী টিটন পাল। বামফ্রন্ট শরিকদল আরএসপির প্রার্থীই হেবিয়েট মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে টেক্কা দেবে আরকে পুরে। তবে এ বিধানসভা কেন্দ্র থেকে বিরোধী সিপিআইএম এবং কংগ্রেস সমর্থকরা টিটন পালকেই প্রার্থী হিসেবে চাইছিল। কিন্তু উভয় দলের মধ্যে আসন সমঝোতা অনুসারে এবং শেষ পর্যন্ত দলের হাই কমান্ডের নির্দেশ অনুসারে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন টিটন পাল।

You may also like