কৈলাশহরঃ ত্রিপুরা ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমার আজ দুসরা ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন যেহেতু রাজ্যে কংগ্রেস ও সিপিআইএম দল আসন সমঝোতা করেছে সেহেতু কৈলাশহর ৫৩ নং বিধানসভা কেন্দ্রের সিপিআইএম দলের প্রার্থী আনোয়ারা বেগম আজ দুপুর বারোটা নাগাদ কৈলাশহর মহকুমা শাসক কার্যালয়ের রিটার্নিং অফিসার প্রদীপ সরকারের কাছে উনার মনোনয়ন পএ তুলে নেন। মনোনয়ন প্রত্যাহার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনোয়ারা বেগম জানান উনাকে কোন রাজনৈতিক দল চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করায়নি রাজ্যে সিপিআইএম ও কংগ্রেস দল আসল সমঝোতা করার কারণে কৈলাসহর ৫৩ বিধানসভা কেন্দ্রটি কংগ্রেস দলকে ছেড়ে দেওয়া হয় তার জন্যই উনি মনোনয়ন প্রত্যাহার করে নেন করেন।