বিশালগড়ঃ নির্বাচন দোরগোড়ায় । আর আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সন্ত্রাসের আশঙ্কাও রয়েছে জনমনে। তবে নির্বাচন কমিশনের জিরো পোল ভাইওল্যান্সের পদক্ষেপে কিছুটা হলেও স্বাস্তির আশা করেছিল সাধারন জনগন। তবে মনোনয়ন জমা দেওয়ার পরেই রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে ছোটখাট সন্ত্রাসজনিত ঘটনা থেকে শুরু করে অগ্নেয়াস্ত্রের ঝলকানি। আর এই সন্ত্রাসের ঘটনা থেকে বাদ যায়নি রাজ্যের অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্র বিশালগড়। বেশ কয়েকদিন শান্ত থাকলেও নির্বাচনী প্রচার শুরু হতেই আবারো উত্তপ্ত হয়ে উঠে বিশালগড়। বুধবার নির্বাচনী প্রচারে বেড়িয়ে আক্রান্ত হয় দুই সিপিআইএম কর্মী। বিশালগড়ের দূর্গানগরে নির্বাচনী প্রচারে বের হয় সিপিআইএম প্রার্থী পার্থ প্রতিম মজুমদার। সেখানেই কতিপয় বিজেপি কর্মী দ্বারা আক্রান্ত হয় সিপিআইএমের দুই কর্মী। তাদের উপর শারীরিক আক্রমন করা হয় এবং তাদের মোবাইল ফোন ভেঙ্গে ফেলে দুষ্কৃতিরা। পরে বিশালগড় থানা পুলিশের তত্বাবধানে পরিস্থিত নিয়ন্ত্রনে আসে। এই ঘটনায় তৎক্ষনাতই পুলিশ তিনজনকে আটক করে। আটকৃতরা হল সৌরভ দেব, শুভ্রজিত সরকার এবং দীপু দাস। তারা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে জানা গেছে। এখানেই থেমে নেই। স্থানীয় আরো একটি ঘটনায় বিজেপি বুথ অফিসে আগুন লাগায় দুষ্কৃতিকারীরা । বিশালগড়ের পশ্চিম লক্ষীবিল এলাকার লোকনাথ আশ্রম সংলগ্ন ৩৪ নং বুথের বিজেপি অফিসে মঙ্গলবার রাতে কে বা কারা আগুন লাগায়। এতে অনেকটাই ক্ষতিগ্রস্থ হয় বিজেপি বুথ কার্যালয়টি। পরে বুধবার সকালেই ঘটনাস্থলে ছুটে যান বিজেপি প্রার্থী সুশান্ত দেব । তিনি বলেন বিজেপির মনোনয়ন পত্র দাখিলের সমাবেশ দেখে ভীত সন্ত্রস্থ হয়ে বিরোধীরা এইসব করছে। তবে এতে কাজ হবে না। জমানত বাজেয়াপ্ত হবে বিরোধীদের। তবে ভোটের আগে এই সকল সন্ত্রাসের ঘটনায় আবারো সুষ্ঠু ভোটদান প্রক্রিয়ার উপর প্রশ্ন উঠছে।