যুবরাজনগরঃ নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের আক্রমনের হাত থেকে বরাত জুড়ে প্রানে বাঁচলেন উত্তর জেলার ৫৭ যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী কান্তি গোপাল দেবনাথ।আহত নির্দল প্রার্থীর কাছ থেকে জানা যায়,মঙ্গলবার সকালে রিটার্নিং অফিসারের নিকট স্কুটিনি সেরে বিধানসভা এলাকায় ডুর টু ডুর সেরে রাত সারে দশটা নাগাদ বাড়ি ফিরছিলেন। কিন্তু পূর্ব হাফলং স্কুল এলাকায় আসার পর একদল দুষ্কৃতী রাস্তার উপর কাঠের টুকরো ফেলে তাদের পথ আটকায়। তখন কিছু বোঝে উঠার আগেই গাড়ির দুটি দরজার গ্লাসে রড দিয়ে আঘাত করে এক যুবক।পরে তার উপর আঘাত করতে চাইলে তিনি বুদ্ধিমত্তা দেখিয়ে শরীর সরিয়ে নিলে রডের আঘাত লাগেনি। কিন্তু কাঁচের টুকরো পরে তাঁর শরীরের ও তাঁর দেহ রক্ষী সুদীপ নাথের শরীরের।তাতে করে তাদের হাত ও শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। তৎক্ষণাৎ পেছন দিক থেকে তাদের অপর একটি নির্বাচনী প্রচার গাড়ি আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীকারীর দলটি। তিনি দুষ্কৃতীকারী দলটির কাউকে চিনতে না পারলেও ঐ দলটি বিজেপি দল আশ্রিত বলে তার দাবি। পরবর্তীতে ধর্মনগর থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় স্হানীয় থানার পুলিশ। সেখান থেকে আক্রান্ত নির্দল প্রার্থী ও তার দেহরক্ষীকে ধর্রমনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর আহতদের বাড়ি পাঠিয়ে দেন চিকিৎসক।সাথে গাড়িটিকে থানায় নিয়ে আসে পুলিশ। উল্লেখযোগ্য যে, আক্রান্ত নির্দল প্রার্থী বিজেপি প্রদেশ ওবিসি মোর্চার সম্পাদক ছিলেন। কিন্তু যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে বিধায়িকা মলিনা দেবনাথকে পুনরায় প্রার্থী করায় মেনে নিতে পারেন নি তিনি।তাই ক্ষোভে সোমবার নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদিকে সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা রুজু হয়নি বলে জানা গেছে।