Home BREAKING NEWS ত্রিপুরায় তৃণমুলে গনহারে পদত্যাগ

ত্রিপুরায় তৃণমুলে গনহারে পদত্যাগ

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ পীযূষে আস্থা নেই ! গণহারে তৃণমূল বর্জন শুরু রাজ্যে। বিলোনিয়াতে প্রার্থী পদ নিয়ে অসন্তোষের জেরে রাজ্য সহ-সভাপতি,  জেলা সভাপতি, ব্লক সভাপতি সহ বহু কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করল। তারা বলেন দলের বোঝা হতে চাই না আমরা। দীর্ঘ বছর ধরে দল করার পরও দলের নেতৃত্বদের  আমাদের উপর আস্থা নেই ।  আমাদের মতামতও নেওয়ার প্রয়োজন মনে করেনি । প্রদেশ তৃনমূল কংগ্রেসের সহ সভাপতি ত্রিদিব দত্ত পদত্যাগ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে দলের অন্যান্য নেতা কর্মীরা দলত্যগ করে। তবে অন্যকোন রাজনৈতিক দলে এই মুহুর্তে যোগদানের সিদ্ধান্ত নেয়নি তারা। নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা হতেই অসন্তোষ শুরু হয় । দলত্যাগী কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরীকে বিলোনিয়া কেন্দ্রে প্রার্থী করতেই ক্ষুব্দ হয় তৃনমূল কংগ্রেস নেতৃত্বরা। এই যাত্রায় পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ সহ সভাপতি ত্রিদিব দত্ত, দক্ষিণ জেলার জেলা সভাপতি প্রশান্ত সেন, জেলা নেতৃত্ব কাজল বনিক সহ একঝাঁক নেতৃত্ব । নির্বাচনের প্রাক মুহূর্ত এভাবে দল ত্যাগের ঘটনা  নির্বাচনে কতটুকু প্রভাব পড়ে এখন সেটাই দেখার।

You may also like