Home VIDEO “বাম-কংগ্রেস-মথা”- ত্রিশঙ্কু বিরোধী জোটের ইঙ্গিত জিতেনের

“বাম-কংগ্রেস-মথা”- ত্রিশঙ্কু বিরোধী জোটের ইঙ্গিত জিতেনের

by News On Time Tripura
0 comment
ত্রিপুরাঃ

ত্রিপুরাঃ

এ যেন নির্বাচন নয়, কোন এক টি২০ রোমাঞ্চকর ক্রিকেট ম্যচ চলছে রাজ্যে। প্রতি মুহুর্তে নতুন রাজনৈতিক সমীকরনে ম্যাচ কখনো এক পক্ষে আবার  কখনো অপর পক্ষে। মঙ্গলবার সাব্রুম থেকে আবারো নতুন জল্পনা উস্কে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। নিজ বিধানসভা কেন্দ্র সাব্রুমে প্রচারে গিয়ে ত্রিশংকু বিরোধী জোটের ইঙ্গিত দিলেন জিতেন চৌধুরী। তিনি বলেন শুধুমাত্র কংগ্রেসই নয় তাদের সাথে জোটে আসতে পারে তিপ্রামথাও। তারই সাথে বর্তমান জোট সঙ্গী কংগ্রেসের সাথে আসন সমঝোতা নিয়ে জটের সমাপ্তিও ঘটবে বলে আস্বস্ত করেন জিতেন। শুনুন মঙ্গলবার সাব্রুমে কি বলেছেন জিতেন চৌধুরী।

 যদি এমনটা হয় তাহলে শাসক দল বিজেপির পক্ষে আসন্ন বিধানসভা নির্বাচনে চ্যালেঞ্জ আরো বেড়ে যাবে তাতে কোন সন্দেহ নেই। তবে যেভাবে প্রতিদিন রাজনৈতিক সমীকরন পরিবর্তন হচ্ছে তাতে ১৬ ফেব্রুয়ারীর আগে আরোও কি রোমাঞ্চ বাকি আছে তার জন্য অপেক্ষায় রাজ্যবাসী।

You may also like