চন্ডিপুরঃ ত্রিপুরার বিভিন্ন জায়গার সাথে সোমবার ঊনকোটি জেলার কৈলাসহরের ৫২ চন্ডিপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী টিংকু রায়ও দাখিল করলেন তার মনোনয়ন পত্র। এদিন কর্মী সমর্থকদের নিয়ে শ্রীরামপুর এলাকা থেকে মিছিল করে কৈলাশহর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাশহর মহকুমা শাসকের অফিসে রিটার্নিং অফিসার প্রদীপ সরকারের কাছে মনোনয়নপত্র জমা করেন প্রার্থী। উল্লেখ্য ত্রিপুরার গত বিধানসভা নির্বাচনে উত্তর জেলার ৫৪ নম্বর কুর্তি কদমতলা আসনে নির্বাচনে লড়েছিলেন টিংকু রায়। কিন্তু গতভোটে সাত হাজারেরও বেশি ভোটে হারিয়ে সেখানে জয়ী হয় বর্তমান বাম বিধায়ক ইসলাম উদ্দীন। এবারে সেই টিংকু রায়কেই উত্তর জেলা থেকে সরিয়ে ঊনকোটি জেলায় প্রার্থী করলো বিজেপি। তবে বহিঃরাগত প্রার্থী নিয়ে ইতিমধ্যেই দলীয় কর্মীদের মধ্যে অসন্তোস একেবারেই প্রকাশ্যে। চণ্ডীপুরের মানুষ কোনোভাবেই বহিঃরাগত প্রার্থীকে মানতে নারাজ। এই পরিস্থিতিতে আদৌ এবার কি হবে টিংকু রায়ের রাজনৈতিক ভবিষ্যত?তা নিয়ে উঠছে প্রশ্ন।