তেলিয়ামুড়াঃ নিজ দল তথা বিজেপি দলের পক্ষ থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ ২৯ কৃষ্ণপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক অতুল দেববর্মা শেষ পর্যন্ত নির্দল হয়ে নিজের মনোনয়ন পত্র দাখিল করলেন। প্রসঙ্গত ২৯ কৃষ্ণপুর কেন্দ্রের বিধায়ক অতুল দেববর্মা প্রত্যাশা করেছিলেন বি জে পি দল তাকে পুনরায় প্রার্থী হিসাবে ঘোষনা করবে। কিন্তু দল উনার পরিবর্তে জন জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের রাজ্য সভাপতি বিকাশ দেববর্মাকে প্রার্থী হিসেবে ঘোষনা করার পর উনি বেকে বসেন। শেষে নির্দলের হয়ে প্রতিদন্দিতা করার সিদ্ধান্ত নিয়ে ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে মনোনয়ন দাখিল করেন।