তেলিয়ামুড়াঃ
১২ চাকা লরির ধাক্কায় ভয়াবহ যান দুর্ঘটনার কবলে একটি টমটম। শিশু মহিলা সহ আহত মোট ৬ জন। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন ১৬ ঘড়িয়া এলাকায় তেলিয়ামুড়া-খোয়াই সড়কে বৃহস্পতিবার রাতে।
জানা যায়, একটি টমটম তেলিয়ামুড়ার দিক থেকে তেলিয়ামুড়া-খোয়াই সড়ক ধরে তেলিয়ামুড়া তৃষা বাড়ি রেলস্টেশনের উদ্দেশ্যে যাওয়ার সময় ১৬ ঘড়িয়া এলাকায় একটি ১২ চাকার লড়ি টমটমটিকে সজরে ধাক্কা দেয়। ১২ চাকা লড়িটির ধাক্কায় টমটমটি যান দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় টমটমে থাকা মোট ৬ জন। পরবর্তীতে এলাকার লোকজন দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহতদের মধ্যে জাসমনি কুর্মি নামের আড়াই বছর বয়সের একটি শিশুকন্যা গুরুতর আহত হয় এবং পিঙ্কি যাযাবর নামে অপর এক মহিলাও গুরুতর আহত হয় বলে জানা যায়। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। উল্লেখ্য, আহতরা সকলেই বহির রাজ্যের পরিযায়ী ব্যবসায়ী।
দুর্ঘটনার কবলে পড়া এই টমটমটিতে মোট ছয় জন যাত্রী ছিল, যা এই ব্যাটারি চালিত টমটমের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত যাত্রী বহন করা বলে মনে করছে এলাকাবাসীরা। বলাই বাহুল্য, ইদানিং কালে তেলিয়ামুড়া মহকুমা এলাকায় ত্রিচক্র ব্যাটারি চালিত টমটম যোগে মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে চলাচলের ফলে অধিকাংশ সময় টমটম দুর্ঘটনার কবলে পড়ে আহত হতে হচ্ছে বহু মানুষকে। কিন্তু এ ব্যাপারে তেলিয়ামুড়া ট্রাফিক দপ্তর নীরব দর্শকের ভূমিকায়।
অন্যদিকে, টমটমটিকে ধাক্কা দিয়ে ১২ চাকার লরিটি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।।