Home VIDEO শীতকে উপেক্ষা করে মহিলাদের উপচে পড়া ভীড়

শীতকে উপেক্ষা করে মহিলাদের উপচে পড়া ভীড়

by News On Time Tripura
0 comment

বিশালগড়ঃ

এক একটি সন্মেলনের মধ্য দিয়ে বিশালগড়ে ধীরে ধীরে বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছে শাসক বিজেপি। এবার মহিলা মোর্চার সন্মেলন করে তাক লাগিয়ে দিল বিশালগড় বিজেপি। ছিল মহিলাদের চোখ ধাধানো উপস্থিতি । বিশালগড়ের নব নির্মিত টাউন হলে জায়গা হয়নি, শেষ পর্যন্ত স্টেজের সামনে মাটিতে বসতে হয়েছে মহিলা কর্মীদের। আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা ভোটাররা অবশ্যই একটা উল্লেখযোগ্য ফেক্টার। ভোটার তালিকার চুড়ান্ত সংস্করনে মহিলা ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিশালগড়ে। সেই নিরিখে শুক্রবার বিশালগড়ের এই সন্মেলন অবশ্যই ভোটের আগে বিশেষ বার্তা রাখল বিশালগড়বাসীর জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি মহিলা মোর্চা রাজ্য সভাপতি ঝর্ণা দেব্বর্মা, মহিলা মোর্চা রাজ্য সম্পাদিকা রুমা সাহা, বিশালগড় বিজেপি মন্ডল সভাপতি সুশান্ত দেব, রাজ্য কমিটির সদয় অঞ্জন পুরকায়স্থ, মহিলা মোর্চা মন্ডল সভানেত্রী পিঙ্কি মন্ডল সহ অন্যান্যরা। 

You may also like