বক্সনগরঃ রহিমপুর সীমান্তে ১৬৩ নং গেইটের কাছ দিয়ে কিছু পাচারকারীরা বাজি ও নেশা সামগ্রী বাংলাদেশে পাচারের সময় আটক করেন আশাবাড়ি বিউপির বিএসএফ জোয়ানরা। ঘটনার বিবরনে জানা যায় বিএসএফকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া কেটে কিছু পাচার কারিরা প্রত্যেকদিনের ন্যায় এদিনেও নেশা সামগ্রী ও বাজি গুলি পাচরারে সময় আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ। পরবর্তী সময়ে এই বাজেয়াপ্ত জিনিসগুলি নিয়ে আসা হয় আশাবাড়ি বিউপিতে। পরে সেগুলি কলমচৌড়া থানার হাতে তুলে দেওয়া হয়। চোরের দশদিন বিএসএফ এর একদিন। জানা যায় গোপন সূত্রের খবরে এই বাজি ও নেশা সামগ্রী রহিমপুর এলাকার কুখ্যাত নেশা কারবাড়ি শাকিল মিঞার, এই শাকিল মিঞা রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া কেটে এই অবৈধ ব্যবসা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে।