সাব্রুমঃ
২০২৩ এ গণতান্ত্র বাঁচাতে সংবিধান বাঁচাতে বিজেপির বিরুদ্ধে জোটের ডাক দিচ্ছে বিরোধী দলগুলি। এর মধ্যে সিপিএম কংগ্রেসের জোট প্রায় পাক্কা। এখন অপেক্ষা শুধু ঘোষনার। তবে একদিকে যখন কংগ্রেসের সাথে জোটের কথা চলছে তখন কংগ্রেস আমলের অগনতান্ত্রিক ব্যবস্থার ইতিহাস তুলে ধরলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। গণতন্ত্রের পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, বেকারদের কর্মসংস্থান এই দাবিগুলি নিয়ে সাব্রুম এর হরিনাম বাজারে বৃহস্পতিবার এক পথসভায় বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী। তিনি সেখানে বলেন বিগত দিনে কংগ্রেস আমলে এই রাজ্যের মানুষ দাদন, খাজনার জুলুম, পুলিশের জুলুম সহ্য করেছে। বামফ্রন্ট এসেই দেখিয়েছে উন্নয়ন কি জিনিষ।
এদিনের পথসভায় এছাড়াও উপস্থিত ছিলেন সাবরুম বিভাগীয় সম্পাদক অরুন ত্রিপুরা , বিধায়িকা প্রভা চৌধুরী, ।