আগরতলাঃ
মানুষের চোখের জল দেখলে আমার চোখে জল আসে। রক্তের অভাবে চিকিৎসার অভাবে মানুষকে মৃত্যুর পথে দেখলে আমার কান্না পায় । i m a bloody emotional fool । please give me a chance।
শহড় কাপানো মিছিল শেষে সভায় সম্বোধনে ভাবুক হলেন সুদীপ রায় বর্মন। হাতে রাখো হাত, ভয়কে কর জয়। হবেই হবে এবার। গনতন্ত্রের জয়। এই স্লোগানকে সামনে রেখেই বৃহস্পতিবার শহড়ে শক্তির জানান দিল জাতীয় কংগ্রেস। যুব কর্মীদের রমাঞ্চকর স্লোগানে উদ্বেলিত হল রাজধানীর অলিগলি। মিছিলে পা মিলালেন সমীর রঞ্জন বর্মন, বিরজিত সনহা, গোপাল রায়, আশিষ সাহা, সুদীপ রায় বর্মন সহ রাজ্যের পোড় খাওয়া কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস ইনচার্জ অজয় কুমার, কো-ইনচার্জ জারিতা লাইটফ্লাং। মিছিল থেকেই দলমত নির্বিশেষে হাত চিনহে ভোটের আপিল করেন সিনিয়র বর্মন।
বিজেপিকি উল্টি গিনতি শুরু হো গায়া। সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীকে অবসরে পাঠানোর ঘোষনা দিলেন অজয় কুমার ।
মিছিল শেষে জনসভায় সম্বোধন করতে গিয়ে চোখের জলেই আবেগ তারিত হয়ে যুবকদের কাছে টানার ডাক দিলেন সুদীপ রায় বর্মন। সভায় বিজেপি সরকারের প্রতারনার দলিল পেশ করে কংগ্রেস। এই দলীলে ২৫ টি পয়েন্টে বিজেপির প্রতিশ্রিতি খেলাফের তথ্য তুলে ধরে কংগ্রেস। সভায় ইশ্বরের কাছে নতুন বছরে ভাল খবরের প্রার্থনা করেন সুদীপ রায় বর্মন।
২৩ এর নির্বাচনের আগে রাজ্যের সবকয়টি রাজনৈতিক দলই নিজেদের তৈরী করছে। এর মধ্যেই কংগ্রেস সিপিএম এর জোটের খবরে শিলমোহর পরা বাকি। আর বৃহস্পতিবার রাজধানীতে নিজেদের শক্তির জানান দিল প্রদেশ কংগ্রেস।