কদমতলাঃ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে উত্তর জেলায় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের সফরকে ঘিরে দলীয় ও প্রশাসনিক স্তরে জোর প্রস্তুতি তুঙ্গে উঠেছে। যদিও পূর্বে কথা ছিল কদমতলা কুর্তি বিধানসভার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে গৃহ মন্ত্রীর প্রকাশ্য জনসভা হবে। কিন্তু জায়গা স্বল্পতা সহ পরিকাঠামো দিক দিয়ে সমস্যা থাকায় অবশেষে পাঁচ জানুয়ারি ধর্মনগর বিধানসভার বির বিক্রম ইনস্টিটিউট এর মাঠে গৃহ মন্ত্রীর প্রকাশ্য জনসভার চুরান্ত আয়োজন করা হয়।গৃহ মন্ত্রীর সফরকে ঘিরে বৃহস্পতিবার বিবিআই মাঠ পরিদর্শনে আসেন ত্রিপুরা নির্বাচনী প্রভারি ডাঃ মহেন্দ্র সিং।সাথে ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন,বিধায়িকা মলিনা দেবনাথ সহ জেলার সকল কর্মকর্তা। জানা গেছে,গৃহ মন্ত্রীর উত্তর জেলার জনসভা দিয়েই বিজেপির নির্বাচনী রনডঙ্খার বাজবে। তাছাড়া এদিন উত্তর ও দক্ষিণ জেলায় দুটি বিজেপি রথের যাত্রা করবেন গৃহ মন্ত্রী।যে দুটি রথ রাজ্যের ষাটটি বিধানসভা ঘুরে আগরতলায় গিয়ে মিলিত হবে। পাশাপাশি ইতিমধ্যে প্রশাসনিক তরফে গোটা জেলা সহ ত্রিপুরা অসম, ত্রিপুরা-মিজোরাম ও ভারত বাংলা সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। সাথে দলীয় স্তরেও গৃহ মন্ত্রীর জনসভাকে সর্বাঙ্গীন সাফল্য করতে জোর প্রস্তুতি তুঙ্গে উঠেছে।