ধর্মনগরঃ
কংগ্রেস ও সিপিএম এর জোটের খবরে হাওয়া লাগতেই বিজেপি এই বিষয় নিয়ে উভয় দলকে কটাক্ষ করা শুরু করে দিয়েছে। বুধবার ধর্মনগর নেতাজী মূর্তির পাদদেশে ওবিসি মোর্চার ডাকে এক প্রাকশ্য জনসভায় যোগ দেন বিজেপি প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য ও যুব ক্রিড়া ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। আর সেই সভা থেকে উভয়েই আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট প্রসঙ্গে বলতে গিয়ে ধর্মনগরে সিপিএম আমলে খুন হওয়া কংগ্রেস কর্মীদের কথা উল্লেক্ষ করেছে।
নিজের পুরাতন দল কংগ্রেসকে শিক্ষন্ডি আক্ষায়িত করে নাম না করে আবারো সুদীপ রায় বর্মনকে বাক আক্রমণ করলেন সুশান্ত চৌধুরী ।
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার সভাপতি সমীর রঞ্জন ঘোষ, বিধায়িকা মলিনা দেবনাথ, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যোত দে সরকার প্রমুখ। এদিনের ওবিসি মোর্চার ডাকে এই প্রাকশ্য জনসভা ও জেলা সম্মেলনে রাজ্য নেতৃত্বদের কাছে সময় কম থাকার ফলে অল্প বিস্তর আলোচনা রাখেন। তবে এদিন কংগ্রেস ও সিপিআই(এম) দল ছেড়ে ৪০০ পরিবারের ৩২০০ ভোটার বিজেপি দলে সামিল হয়েছেন বলে ধর্মনগরের বিধায়কের দাবি। এদিন দলত্যাগিদের বিজেপি দলে সামিল করেন রাজ্য নেতৃত্ব।