ত্রিপুরাঃ শারীরিক অসুস্থতা কাটিয়ে সামনে এলেন তিপ্রা মথা সুপ্রীমো প্রদ্যুত কিশোর দেব্বর্মা। মঙ্গলবার কলকাতা থেকে নিজের ফেইসবুক পেজে লাইভে এসে আবারো গ্রেটার তিপ্রাল্যান্ড নিয়ে অনড় থাকার ইঙ্গিত দিলেন প্রদ্যুত। তিনি এদিন স্পষ্ট করেন তার প্রথম দাবী অর্থাৎ লিখিত আকারে যে দল তিপ্রা ল্যান্ডের সমর্থন করবে সেই দলের সাথেই জোটে যাবে তিপ্রা মথা। এই হিসাবে এটা স্পষ্ট ২০২৩ এর নির্বাচনে একাই লড়ছে তিপ্রামথা। কারন তিপ্রাল্যান্ডের সমর্থনে লিখিত প্রতিশ্রুতি দিয়ে কোন দলই বাঙালি ভোটারদের তিরস্কার গ্রহন করতে চাইবেনা। মঙ্গলবার প্রদ্যুত কিশোড় তার অসুস্থতা নিয়ে ভুল এবং তথ্যহীন খবর প্রকাশের জন্য রাজ্যের মিডিয়ার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন আমার টাকা পয়সা,পাওয়ার কিছু চাই না। আমার মানুষের জন্য বিচার চাই, অধিকার চাই। দরকার পরলে ঘর , সম্পত্তি বিক্রি করে দেব কিন্তু নিজের মানুষের বিশ্বাস বিক্রি করব না। এদিন দৃঢ় প্রত্যয় এবং সংগ্রামী সুরে প্রদ্যুত কিশোর পুনরায় দ্বিগুন উদ্যমে ভোটের বাজারে নামার হুঙ্কার দেন। তিনি দাবী করেন অমিত শাহ কিংবা রাহুল গান্ধির সাথে দেখা করতে চাইলে তিনি সরাসরি করবেন , লুকিয়ে লুকিয়ে নয়। লাইভের মাঝে রাজমাতা একটু সময়ের জন্য আসেন এবং প্রদ্যুত কিশোর প্রমান হিসাবে উল্লেক্ষ করেন তিনি রাজমাতার সাথেই আছেন, তিনি জানান তিনি কিডনির সমস্যায় এবং নিমোনিয়ায় ভুগছিলেন । এখনো দুর্বল আছেন কিন্তু ধীরে ধিরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এবং খুব শীঘ্রই রাজ্যে ফিরছেন তিনি। তবে এই মুহুর্তে বিরোধী জোট নিয়ে যে গুঞ্জন চলছে তাতে রীতিমত একটা স্পষ্ট বার্তা দিয়ে গেলেন প্রদ্যুত কিশোর। তিনি যে কোন জোটে এই মুহুর্তে যাচ্ছেন না তা স্পষ্ট। তিনি আবারো বলেন এটা তার শেষ যুদ্ধ এবং এদিন তার কর্মী সমর্থকদের এই যুদ্ধে জয়ের ভরসা দেখালেন প্রদ্যুত কিশোর।