বিশালগড়ঃ
আবারো বিশালগড়ের বিধায়ক ভানুলাল সাহাকে চ্যালেঞ্জ বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেবের। কিছুদিন পুর্বে দীর্ঘ সাড়ে চার বছর পর বিশালগড় বাজারে পতাকা লাগিয়েছিল সিপিএম সমর্থকরা। সংখ্যায় কম হলেও হঠাত করেই বাজারে লাল পতাকা দেখে অবাক হয়েছিল বিশালগড়বাসী। শনিবার বিশালগড় মন্ডলের তপশিলি জাতি মোর্চার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভানুলাল সাহাকে রাতের আধারে লুকিয়ে না লাগিয়ে প্রকাশ্যে দলীয় পতাকা লাগাতে চ্যলেঞ্জ জানালেন সুশান্ত দেব। তিনি অভিযোগ করেন কর্মী স্বল্পতায় ধুকছে বিশালগড় সিপিএম। আর সেই কারনেই রাতের আধারেই পতাকা লাগাতে বাধ্য হচ্ছেন তারা। শুধু তাই নয় বিশালগড়ের নমপারা স্থিত লকডাউন বাজারে জনসভা করে সিপিএম এর তালুক হিসাবে পরিচিত এই স্থান থেকে সুশান্তের হুঙ্কার এই এলাকা থেকে আসন্ন বিধানসভায় অশ্বডিম্ব পাবে সিপিএম। তপশীলী জাতির এই জনসভায় উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি আজকের এই জনসভায় লোকমাগম দেখে আবারো জোড়ালো দাবী করেন ২০২৩ এ বিজেপিই সরকার গঠন করবে।