Home VIDEO বিশালগড়ে যুব কংগ্রেসের দীপ্ত মিছিল

বিশালগড়ে যুব কংগ্রেসের দীপ্ত মিছিল

by News On Time Tripura
0 comment

দূর্গানগর, বিশালগড়

বিশালগড়: বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর হামলা হুজ্জতি এবং পুলিশের দমন পিড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিশালগড় ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ মিছিল সংঘটিত হয় দূর্গনগর বাজারে। শুক্রবার বিকালে মিছিলটি বিশালগড় বিধানসভার অন্তর্গত দুর্গানগর বাজারে শুরু হয়। প্রায় শতাধিক যুব কংগ্রেস কর্মীরা মিছিলে পা মিলিয়ে দুর্গানগর বাজার সহ আশপাশ এলাকা পরিক্রমা করে। মিছিল শেষে জেলা যুব কংগ্রেস নেতা সমরজিত ভট্টাচার্য বলেন, যুব কংগ্রেস এই রাজ্যের মানুষের স্বার্থে অতন্ত প্রহরী হয়ে ময়দানে নেমে পড়েছেন। আগামী দিনে যদি নির্বাচনকে প্রহসনে পরিণত করে শাসক দল ভোট লুট করতে চায়, তাহলে তা প্রতিহত করতে গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা করনীয় প্রয়োজন তা যুব কংগ্রেস করবে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato