দেশ : উৎসবের আনন্দ মাটি করে ফিরল মাস্ক (Mask) পরার দিন! চিনের (China) কোভিড (Covid) পরিস্থিতির দিকে তাকিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার । চিন্তিত চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন আইএমএ (IMA)। বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)। এই বিষয়ে কেন্দ্রের একাধিক পদক্ষেপের কথা বলেন তিনি। পাশাপাশি রাজ্যগুলিকেও বেশ কিছু পদক্ষেপ গ্রহন করতে বলেছেন। নতুন করে দূরত্ব বিধি মানা ও মাস্ক পরার কথা বলেন মাণ্ডব্য। অন্যদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনও মাস্ক পরায় জোর দিচ্ছে। প্রধানমন্ত্রীও বৃহস্পতিবার মাস্ক পরে সংসদ ভবনে উপশ্তহিত হয়ে এই বিষয়ের গুরুত্ব বোঝানোএ চেষ্টা করলেন। আগেই রাজ্যগুলিকে সতর্ক হতে বলেছে কেন্দ্র। চিনের উদ্বেগজনক করোনা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, আজ জানান স্বাস্থ্যমন্ত্রী। এরপরেই দূরত্ববিধি মেনে চলা, মাস্ক পরা এবং নিয়মিত স্যানিটাইজার ব্যবহারের কথা বলেন। এছাড়াও বিদেশি যাত্রীদের উপর বাড়তি নজর রাখা হচ্ছে বলে জানান। বিমানবন্দরে শুরু হয়েছে করোনা পরীক্ষা। আগেই জিনোম সিকুয়েন্সিংয়ের উপর জোর দিয়েছিল কেন্দ্র। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে রাজ্যগুলিকে বুস্টার ডোজে জোর দিতে বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, তৃতীয় করোনা টিকা নেওয়ার জন্য নাগরিকদের আগ্রহ বাড়াতে হবে।দেশবাসীকে সাবধান করে আইএমএ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ব্রাজিলে ৫ লক্ষ ৩৭ হাজার নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। ভারতে গত ২৪ ঘণ্টায় ১৪৫ জন সংক্রমিত। এর মধ্যে ৪ জন চিনে প্রথমবার খোঁজ মেলা ওমিক্রনের অতি সংক্রামক ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত। অতএব, গাফিলতির ফলে বিপদ বাড়তে পারে।