বক্সনগর ঃ পাচার সংক্রান্ত বিষয় নিয়ে বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষ,ঘটনা কলমচৌড়া থানাধীন আশাবাড়ি এলাকায় ঘটনার বিবরনের জানা যায় পাচারকারীরা প্রতিদিনের ন্যায় এই দিনেও পাচার করতে গেলে ডিউটি থাকা বিএসএফ পাচারকারীদেরকে রুখতে গেলে পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে বিএসএফের উপর হামলে পরে পরবর্তী সময়ে বিএসএফের আত্মরক্ষার জন্য একাউন্ট গুলি করতে বাধ্য হয়,এরই মধ্যে গুলি বিদ্রোহন শাসকদলের যুব মোর্চার সহ-সভাপতি আবুল হোসেন,পাচারকারী আবুল হোসেনকে টানাহাসরা করে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার করার জন্য হাপানিয়া হাসপাতালে রেফার করেন বর্তমানে যুব মোর্চা সহ-সভাপতি এবং পাচারকারী আবুল হোসেন বর্তমানে চিকিৎসাধীন।