Home আন্তর্জাতিক এখনই অবসর নয়, বিশ্বজয়ের রাতে ভক্তদের জন্য সুখবর মেসির

এখনই অবসর নয়, বিশ্বজয়ের রাতে ভক্তদের জন্য সুখবর মেসির

by News On Time Tripura
0 comment

কাতার : বিশ্বজয়ের রাতে শুধু মন জিতলেন না। মন ভাল করার খবরও দিয়ে গেলেন লিও মেসি। এবারের বিশ্বকাপ (Qatar World Cup) মেসিময়। আর্জেন্টিনা শিবিরে এতদিন ধরে শোনা যাচ্ছিল বিশ্বকাপ ফাইনালই আর্জেন্টিনার জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে। কিন্তু বিশ্বজয়ের রাতে মত বদলালেন আর্জেন্টিনার স্বপ্নের সওদাগর। এলএম টেন (LM 10) জানিয়ে দিলেন, শেষ ম্যাচ নয়। বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে আরও কয়েকটা ম্যাচ খেলে যেতে চান তিনি।

রবিবার মহারণ শেষে তাঁকে যখন স্বদেশীয় সংবাদমাধ্যম অবসর প্রসঙ্গে জিজ্ঞাসা করে, সঙ্গে সঙ্গে মেসি (Leo Messi) বলেন, ‘বিশ্বসেরা ফুটবলার (FIFA World Cup) হিসেবে আমি আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলতে চাই।’ যার অর্থ বিশ্বজোড়া মেসিপ্রেমীরা এখনও নীল-সাদা জার্সি গায়ে খেলতে দেখবেন মেসিকে।

রবিবার মহারণ শেষে তাঁকে যখন স্বদেশীয় সংবাদমাধ্যম অবসর প্রসঙ্গে জিজ্ঞাসা করে, সঙ্গে সঙ্গে মেসি (Leo Messi) বলেন, ‘বিশ্বসেরা ফুটবলার (FIFA World Cup) হিসেবে আমি আরও কিছুদিন জাতীয় দলের হয়ে খেলতে চাই।’ যার অর্থ বিশ্বজোড়া মেসিপ্রেমীরা এখনও নীল-সাদা জার্সি গায়ে খেলতে দেখবেন মেসিকে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato