এর আগে দোহায় আল বিদ্দা পার্ক আয়োজিত ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ ফ্যান ফেস্টিভ্যাল’-এও পারফর্ম করেছিলেন নোরা। ‘ও সাকি সাকি’-সহ একাধিক বলিউড গানে নাচ করেন নোরা। রবিবার কাতারে বিশ্বকাপ ফাইনালে পারফর্ম করলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সাথে বিশ্বকাপ ফুটবলের আসরে বাজল হিন্দি গান। যার তালে নাচতে দেখা গেল নোরা ফাতেহিকে ।