বিহার ঃ ‘ড্রাই’ বিহারে (Bihar) বিষমদে মৃত্যু কেন? বিরোধীদের এই প্রশ্নে মেজাজ হারান মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বিধানসভায় প্রাক্তন জোট শরিকদের ‘মাতাল’ বলেও তোপ দাগেন। যদিও নীতীশের দিকে আঙুল তোলার মতো পরিস্থিতি অব্যাহত। বিহারে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার নতুন করে ১০ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা পৌঁছেছে ৭০-এ। স্থানীয় প্রশাসন জানাচ্ছে, হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে কোথায় গিয়ে দাঁড়াবে মৃত্যুমিছিল তা নিয়ে ধন্দে প্রশাসন। এই অবস্থায় ঘরে ও বাইরে মুখ পুড়ছে বিহারের মুখ্যমন্ত্রীর।
উল্লেখ্য, ২০১৬ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন বিহারে মদ বিক্রি নিষিদ্ধ করে দেন নীতীশ। রাজ্যকে নেশামুক্ত করে তোলাই নাকি ছিল উদ্দেশ্য। যদিও অভিযোগ, সরকারি নিষেধাজ্ঞার ফলে মদের একটি বিরাট ‘কালোবাজার’ তৈরি হয়েছে রাজ্যটিতে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সতর্কতা জলাঞ্জলি দিয়ে বিপুল মাত্রায় তৈরি হচ্ছে চোলাই মদ, স্থানীয় ভাষায় যাকে বলা হয় ‘দেশি’। এহেন অবস্থায় ছপরায় বিষমদ পান করে মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের। এই ঘটনায় ময়দানে নেমেছে জাতীয় মানবাধিকার কমিশন। ছাপরায় একটি দল পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিবৃতি দিয়ে কমিশন জানিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল ছপরায় যাবে। তারা খতিয়ে দেখবেন অসুস্থদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে কি না। এছাড়াও পরিস্থিতি সামাল দিতে ঠিক কী কী পদক্ষেপ করেছে সরকার, তা-ও খতিয়ে দেখা হবে। পাশাপাশি সামগ্রিক ভাবে রাজ্যে বিহারে বিষমদের কারবার রুখতে নীতীশ সরকার কী ব্যবস্থা নিচ্ছে খতিয়ে দেখা হবে।