Home ভারত স্ত্রীকে খুনের পর দেহ ৫০ টুকরো করল স্বামী! হাড়হিম কাণ্ড ঝাড়খণ্ডে

স্ত্রীকে খুনের পর দেহ ৫০ টুকরো করল স্বামী! হাড়হিম কাণ্ড ঝাড়খণ্ডে

by News On Time Tripura
0 comment

ঝাড়খন্ড ঃ শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের (Shraddha Walker Murder Case) ছায়া এবার ঝাড়খণ্ডে। দ্বিতীয় স্ত্রীকে খুনের পর দেহ ৫০ টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। একটি পুরনো বাড়ি থেকে মহিলার দেহের ১৮টি টুকরো উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রুবিকা পাহাড়িন। আদিবাসী ওই তরুণীর স্বামী দিলদার আনসারি। তাঁদের মধ্যে পরিচয় মাত্র বছর দুয়েকের। জানা গিয়েছে, কিছুদিন ধরেই পরিবারের সদস্যরা রুবিকার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। সেই কারণে তাঁরা পুলিশে অভিযোগ দায়ের করেন। এরপরই শুরু হয় তল্লাশি। শনিবার সন্ধেয় উদ্ধার হয় রুবিকার দেহাংশ। গ্রেপ্তার করা হয়েছে দিলদারকে।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato