
শিলং – এতদিন কেন্দ্রের ক্ষমতায় থাকা দলগুলি ভাবত দেশের উত্তরপূর্বে উন্নয়ন করলে শত্রুরাই লাভবান হবে। আর এই ভাবনাচিন্তার কারণেই সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সেভাবে হয়নি। এভাবেই নাম না করে কংগ্রেসকে (Congress) নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।
মমতার সফরের পাঁচদিনের মধ্যেই মেঘালয়ে প্রধানমন্ত্রী। আগামী বছরের গোড়ায় উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য মেঘালয় (Meghalaya) ও ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে রবিবার সফরে মোদি। সব মিলিয়ে ৬,৮০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন তাঁর। প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৪জি টেলিকম টাওয়ার, শিলং এবং আগরতলার যানজট নিরসনে রাস্তা প্রকল্প, মাশরুম এবং মৌমাছি পালন উন্নয়ন কেন্দ্র, হিন্দি লাইব্রেরি-সহ অন্যান্য প্রকল্প। এর মধ্যে মেঘালয়ে ২ হাজার ৪৫০ কোটি টাকা ও ত্রিপুরায় ৪,৩৫০ কোটি টাকার প্রকল্প।