Home BREAKING NEWS বিলোনিয়া আর্য্যকলোনী বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসব

বিলোনিয়া আর্য্যকলোনী বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসব

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন ও প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলন উৎসব আয়োজিত হয় বিলোনিয়াতে আর্য্যকলোনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। 31 বছরের বন্ধুত্ব এবং অতীতকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ১৯৯৩ সালের মাধ্যমিক ব্যাচের ছাত্র ছাত্রীরা মিলে শিক্ষক সংবর্ধনা সহ পুনর্মিলন উৎসব আয়োজন করে বিলোনিয়া আর্য ্যকলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। অনুষ্ঠানের শুরুতে আর্য্য কলোনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস চৌধুরীকে সভাপতি করে তৎকালীন সময়ে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের হাত ধরে প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা। প্রদীপ প্রজ্বলনের পর যে সকল শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীরা আজ ইহ লোকে নেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষক এবং ছাত্র-ছাত্রী,ও তাদের সন্তানদের সম্মিলিত প্রয়াসে নাচ, গান, আবৃত্তি, আলোচনা সহ তাদের সে সময়ে স্মৃতিচারণও করেন এই পুনর্মিলন অনুষ্ঠানের মধ্যে দিয়ে।পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার পর , মানপত্র ও সাধারণ উপহার প্রদান করা হয় ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও বর্তমান শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মিলনে বিলোনিয়া আর্য্য কলোনী স্কুলে পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একবার্তা বহন করে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক হিরন্ময় মালাকার প্রাক্তন শিক্ষক আপন সাহা, যদু গোপাল বৈদ্য, শিক্ষক জগন্নাথ ভৌমিক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। এই অনুষ্ঠানের মাধ্যমে অতীতকে পাথেয় করে বর্তমানে চলার পথ যেন সুগম হয় এই শুভ কামনায় রইল। সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনায় অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটে।

You may also like