Home BREAKING NEWS সাব্রুমের মালিক ভারতীয় জনতা পার্টিঃ শংকর রায়

সাব্রুমের মালিক ভারতীয় জনতা পার্টিঃ শংকর রায়

by News On Time Tripura
0 comment

সাব্রুমঃ

আজ সাব্রুমের ঋষি অরবিন্দ দক্ষিণী নতুন টাউন হলে ৪০ সাব্রুম জনজাতি মোর্চার উদ্যোগে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সবাই উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য, সাব্রুমের প্রাক্তন বিধায়ক তথা দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা সভাপতি সহ আরো অন্যান্য নেতৃত্বরা। এই সভাই সাব্রুমের প্রাক্তন বিধায়ক তথা দক্ষিণ জেলার মিনি মুখ্যমন্ত্রী শংকর রায় উনি ২০২৩-শের বিধানসভা নির্বাচনের নিজের পরাজয়ের কারণ উল্লেখ করতে গিয়ে বললেন, যে আপনারা আমাকে ভোট দিয়েছে, এক মন দুধের মধ্যে এক ফোটা গরুর চনা ফেলে দিয়েছেন ! সে এক ফোটা গরুর চনা “কে” ? সাব্রুমের ভোটাররা জানতে চাই। ২৩-শের বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের ৬০-টি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ৪০ সাব্রুম বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি “না” ১২৬৫-টি ভোট দেখতে পেয়ে আর এই শাসক দল তথা বিজেপি দলের রাজ্য কমিটিতে পর্যালোচনা করে। চার মাস পর বিজেপি দলের রাজ্য সভাপতিকে সামনে রেখে এই আজ ঐ সভায় শংকর রায় নিজে বক্তৃতাতে বললেন আমাকে দক্ষিণ জেলার বিজেপি দলের জেলা সভাপতি পথ থেকে সরিয়ে দিলেও দক্ষিণ জেলায় আমিই শেষ কথা তথা দক্ষিণ জেলাতে আমিই ভারতীয় জনতা পার্টির “বাপ” এই কথা বিজেপি দলের রাজ্য সভাপতির সামনে মঞ্চ থেকে বললেন।

You may also like