Home BREAKING NEWS MahaKumbha2025 – কিভাবে আইআইটি থেকে পাশ করা একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার হলেন একজন সাধু..?

MahaKumbha2025 – কিভাবে আইআইটি থেকে পাশ করা একজন এরোস্পেস ইঞ্জিনিয়ার হলেন একজন সাধু..?

by News On Time Tripura
0 comment

মহাকুম্ভঃ

১৪৪ বছর পর প্রয়াগরাজে শুরু হল মহাকুম্ভ। ৪০ লক্ষ সনাতনী হিন্দুদের সমাগমের অনুমান। দেশ বিদেশ থেকে অনেকেই মহাকুম্ভের সময় গঙ্গায় পবিত্র স্নানের জন্য ভীড় জমাচ্ছেন। এর মধ্যে আনেক সাধু গোশাইরা সকলের দৃষ্টি আকর্ষন করছে। তাদের মধ্যে বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল এক বাবা। যিনি আইআইটি বাবা নামে পরিচিত।

ভক্তেরা এই নাম দিয়েছেন বলে জানিয়েছেন তিনি । তিনি সাধু কিন্তু পড়াশোনা করেছেন দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) থেকে। তারপর একাধিক মাল্টি ন্যাশনাল কম্পানীতে কাজও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত পরম শান্তির খোজে আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন। জানা যায় এই ‘আইআইটি বাবা’র আসল নাম অভয় সিংহ। সাধু হওয়ার পর পরিচিত ‘মাসানি গোরখ’ নামে। হরিয়ানার বাসিন্দা অভয় পড়াশোনা করেছেন আইআইটি বোম্বে থেকে। আইআইটি থেকে ‘এরোস্পেস ইঞ্জিনিয়ারিং’ নিয়ে পড়াশোনা করেছেন তিনি। পরে পদার্থবিদ্যার অধ্যাপনাও করেছেন। দীক্ষা নেওয়ার পর অভয়ের নাম পরিবর্তন হয়ে মাসানি গোরখ রাখা হয়।ভগবান শিবের উদ্দেশে জীবন উৎসর্গ করেন তিনি। তার এই জীবিন কথা এখন সামাজিক মাধ্যমে অন্যতম চর্চিত বিষয়।

You may also like