Home BREAKING NEWS কংগ্রেসের প্রচার ফ্ল্যাক্সে POK হীন ভারতীয় মানচিত্র..? শুরু হয় রাজনৈতিক তরজা ।

কংগ্রেসের প্রচার ফ্ল্যাক্সে POK হীন ভারতীয় মানচিত্র..? শুরু হয় রাজনৈতিক তরজা ।

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

কংগ্রেসের প্রচার ব্যানারে ভারতের বিতর্কিত ম্যাপ ঘিরে রাজনৈতিক পারদ উর্দ্ধমুখী। ইতিমধ্যেই জোড়ালো নিশানা সেধেছে বিজেপি। বৃহস্পতিবার কর্নাটকের বেলগাভিতে কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির দু’দিনের বৈঠক শুরুর ঠিক আগে এমনই অভিযোগ উঠল। বিজেপির দাবি, কংগ্রেসের অধিবেশন উপলক্ষে কর্নাটকের বেলগাভীতে ভারতের যে মানচিত্র দেখানো হয়েছে তাতে ‘পাক অধিকৃত কাশ্মীর’ এবং ‘আকসাই চিন’ এর হদিশ নেই। বিজেপির তরফে অভিযোগ করা হয় তাহলে কি কংগ্রেস এই অংশগুলিকে ভারতের বলে মনে করে না ?  এনিয়ে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদীর দাবি, কংগ্রেসের সমালোচনায় মুখর হয়েছেন। উল্লেখ্য ১০০ বছর পূর্বে ১৯২৪ সালের ডিসেম্বরে মহাত্মা গান্ধীর সভাপতিত্বে বেলগাভীতে কংগ্রেসের অধিবেশন হয়েছিল। সেটিই ছিল গান্ধীর সভাপতিত্বে কংগ্রেসের একমাত্র অধিবেশন। আর সেই দিনটির স্মরনে মহাত্মা গান্ধীর প্রতি সম্মান জানাতে বেলগাভীতে কংগ্রসের বির্ধিত সভার আহ্বান করা হয়। আর সেই সভায় কংগ্রেস নেতাদের সমর্থনে লাগানো একটি ব্যানারে ভারতের মানচিত্রের বিক্রিত ছবি দেখানোর অভিযোগ উঠেছে। যদিও এখনো এই বিষয়ে স্পষ্ট তথ্য সামনে আসেনি। কিন্তু সামাজিক মাধ্যমে এই মানচিত্রের বিতির্ক নিয়ে কংগ্রেসকে ঘিরে নেওয়ার আরো একটি সুযোগ পেয়ে গেল বিজেপি।  

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato