Home BREAKING NEWS আয়ের একমাত্র সম্বল ধ্বংস, অসহায় কৃষকের বুকফাটা কান্না ..!

আয়ের একমাত্র সম্বল ধ্বংস, অসহায় কৃষকের বুকফাটা কান্না ..!

by News On Time Tripura
0 comment

বিশ্রামগঞ্জঃ

আইনের ভয় নেই বললেই চলে। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সমাজদ্রোহীদের আস্পর্ধা। সমাজদ্রোহীদের আস্কারায় অতিষ্ঠ সাধারন মানুষ। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানাধীন গুলিরাই বাড়ী এলাকায় সোমবার গভীর রাতে এক জনজাতি কৃষকের রাবার বাগান কেটে ধ্বংস করে দিলো দুষ্কৃতিকারীরা।কেন, কি কারনে..? এর কোন উত্তর নেই। রাতে মদমত্ত অবস্থায় ইচ্ছে হয়েছে তাই কৃষকের জীবিকার একমাত্র সম্বলটুকু সম্পুর্ন ধ্বংস করে দিল দুস্কৃতির দল। মঙ্গলবার সকালে বাগানে এসে কান্নায় ভেঙে পড়েন কৃষক শ্যামল দেববর্মা। দীর্ঘ বছরের পরিশ্রমের ফসল এই বাগানটি ।এই রাবার বাগানের উপরই ওনার পরিবারের জীবন জীবিকা নির্ভর করে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে বাগানে এসে চখ ছনাবড়া তার। বাগানের ৩৮০ টি গাছের মধ্যে ২৮০ টি গাছই কেটে তছনছ করে দেয়। চোখের সামনে নিজের একমাত্র আয়ের উৎসের এই পরিনতি দেখে হাউমাউ করে চিৎকার শুরু করে শ্যামল দেববর্মা। বাগান মালিকের চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। শ্যামল দেববর্মা জানিয়েছেন উনার কোন শত্রু নেই। কি কারনে দুষ্কৃতিকারীরা উনার এরকম ক্ষতি করেছেন সে বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। এবার প্রশ্ন হচ্ছে এই সমাজদ্রোহীরা কারা ? রাতের আধারে নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় আতঙ্কের পরিবেশ কায়েমকারী এদের পুলিশ গ্রেপ্তার করে না কেন? আদোউ কি বিচার পাবে ক্ষতিগ্রস্থ জনজাতি কৃষক ?

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato