কৈলাশহরঃ
প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যে প্রায় চার লক্ষ পাকা ঘর দেবার দাবি করেছে ডাবল ইঞ্জিন সরকার। আর সেই সুবাদে এ রাজ্যের মানুষ ডাবল ইঞ্জিন সরকারকে দুহাত ভরে ভোট দিয়েছে। তার প্রমাণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ৭০ শতাংশের উপর ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি । কিন্তু আদৌ কি রাজ্যের গরিব দুঃস্থ মানুষের কপালে জুটেছে পাকা ঘর..? বুধবার রাজধানীর অনতিদূরে খয়েরপুরের মেখলিপাড়ায় ঘুমের মধ্যেই ঘর ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় স্বামী স্ত্রীর। আর বৃহস্পতিবার একই প্রকার দুর্ঘটনা থেকে কপালজোড়ে বাঁচল কৈলাশহর ইছবপুর গ্রাম পঞ্চায়েতের আরেক পরিবার। তাদের ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। তাই
মাথা গোঁজার জন্য ঘর চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানাল অসহায় হতদরিদ্র পরিবারটি ।
প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত দিন মজুরের বসত ঘর। কৈলাশহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে অবস্থিত ইছবপুর গ্রাম পঞ্চায়েত। ইছবপুর গ্রাম পঞ্চায়েতের ৬নং ওয়ার্ডের অন্তর্গত পাখিরবাদা এলাকার বাসিন্দা সাহেল মিয়া। বিগত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ ও শিলাবৃষ্টির ফলে সাহেল মিয়ার ঘরের টিনের চাল ঝাঝরা হয়ে যায়।বৃষ্টির জলে ঘরের ভেতর বন্যার পরিস্থিতি। একসময় ভেঙে পরে দুই সন্তান নিয়ে মাথা গোঁজার একমাত্র সম্বলটি। ঘরের ভেতরে থাকা স্ত্রী ও দুই কণ্যা সন্তানকে নিয়ে কোনো রকম বের হলেও বর্তমানে পরিবারের সকলকে নিয়ে এলাকার অন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। একদিকে আর্থিক অনটন, অন্যদিকে সংসারের দায়িত্ব পালন করতে হিমসিম খাচ্ছেন সাহেল। সেখানে নতুন করে ঘর তৈরী করে পরিবার সমেত বসবাস করা দিন দরিদ্র এই শ্রমিকের কাছে আকাশ ছোঁয়া কল্পনার মতো। তাই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কাছে মাথা গোঁজার ঠাই খুজলেন পরিবারের কর্তা।