Home BREAKING NEWS কে এই ‘ভোলে বাবা’, যার আয়োজিত সৎসঙ্গে মৃত্যু হয় ১০৭ জনের

কে এই ‘ভোলে বাবা’, যার আয়োজিত সৎসঙ্গে মৃত্যু হয় ১০৭ জনের

by News On Time Tripura
0 comment

ডেস্ক রিপোর্টঃ

উত্তরপ্রদেশের হাথরসে এক সৎসঙ্গে হঠাৎ ভীড়ের নিয়ন্ত্রণ হারিয়ে পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয় ১০৭ জনের। অনেকে গুরুতরভাবে আহত। কিন্তু কি সেই সৎসঙ্গ, কারা এর আয়োজক? জানা যায় ‘শকর বিশ্ব হরি ভোলে বাবা’ যার আসল নাম সৌরভ কুমার, অনেকে আবার তার নাম সুরজ পাল বলছে। তিনি এই সৎসঙ্গের আয়োজক। বলা হয় তিনি পূর্বে উত্তরপ্রদেশ পুলিশের ইন্টিলিজেন্স এ কাজ করতেন। অবসরে এসে এখন তিনি ধর্মপ্রচারক হয়েছেন।

শ্রী পালের নারায়ণ সাকার হরি আশ্রম ৩০ একর জুড়ে বিস্তৃত। তিনি গাড়ির একটি অশ্বারোহী নিয়ে চলেন এবং তার ব্যক্তিগত নিরাপত্তা রয়েছে। তিনি মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখেন তবে গ্রামীণ উত্তরপ্রদেশে  তার যথেষ্ট অনুসারী রয়েছে। এলাকার লোকজন জানান, আশ্রমে কোনো মূর্তি নেই।

তিনি সাধারণত একটি সাদা কোর্ট ও ট্রাউজার পরেন এবং রঙিন সানগ্লাস পরেন। তার অনুসারীরা, যাদের অধিকাংশই মহিলা, তারা সাধারণত গোলাপী পোশাক পরে এবং তাকে "ভোলে বাবা" হিসাবে পূজা করে। তাঁর স্ত্রী, যিনি প্রায়শই মণ্ডলীতে উপস্থিত থাকেন, তাকে "মাতাশ্রী" বলে সম্বোধন করা হয়।
স্থানীয় মিডিয়া সূত্র জানায়, মণ্ডলীতে অব্যবস্থাপনা সাধারণ ছিল। “এটা নিয়ে লেখা হয়েছে কিন্তু প্রশাসন আশ্রমের প্রতি নরম মনোভাব দেখিয়েছে। এমনকি কোভিড লকডাউনের সময়, তার অনুগামীদের আশ্রমে উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছিল, ”একজন স্থানীয় সাংবাদিক বলেছেন।

You may also like