Home BREAKING NEWS ‘রাবার বোর্ড’-এর গাড়িতে গরু পাচার । তিনটি মৃত গরু সহ ২৭টি গরু উদ্ধার

‘রাবার বোর্ড’-এর গাড়িতে গরু পাচার । তিনটি মৃত গরু সহ ২৭টি গরু উদ্ধার

by News On Time Tripura
0 comment

গোলাঘাটিঃ

গভীর জঙ্গলে দুটি “অন রাবার বোর্ডের ডিউটি” সাইনবোর্ড লাগানো গাড়িতে মৃত ৩টি গরু সহ ২৭ টি গরু উদ্ধার হয়। ঘটনাস্থলে টাকারজলা থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে TR01AR1856 ও TR03K1937 নাম্বারের দুটি গাড়িতে অন ডিউটি রাবার বোর্ডের সাইন লাগানো অবস্থায় গোলাঘাটি নোয়াবাড়ী এলাকায় গভীর জঙ্গলে হঠাৎ করে এলাকাবাসী গরুর শব্দ পায়। এলাকাবাসীর মিলিতভাবে গভীর জঙ্গলে দেখতে পায় দুটি বোলোরু গাড়িতে ৩টি মৃত গরু সহ ২৭ টি গরু জঙ্গলে পড়ে রয়েছে। এলাকাবাসী খবর দেয় টাকারজলা থানায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে গাড়ি থেকে গবাদি পশু গুলো নিচে নামায়। এলাকাবাসীর অভিযোগ করেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই গবাদি পশুগুলি চুরি করে বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করতে পাচারকারীরা গাড়ি বোঝাই করে গবাদি পশুগুলি গভীর জঙ্গলে রেখেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিগত কতদিন যাবত এই গবাদিপশু গুলি গাড়ি বোঝাই করে এ গভীর জঙ্গলে রেখেছেন পাচারকারীরা সেই বিষয়ে কিছুই বলতে পারছে না এলাকাবাসী।

You may also like