Home BREAKING NEWS DWS এর কাজে দুর্নীতির অভিযোগ তুলল গোলাঘাটি মুসলিম পাড়ার সাধারন মানুষ

DWS এর কাজে দুর্নীতির অভিযোগ তুলল গোলাঘাটি মুসলিম পাড়ার সাধারন মানুষ

by News On Time Tripura
0 comment

কাঞ্চলমালাঃ

আবারো সরকারি কাজের কারচুপির অভিযোগ উঠল গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকা থেকে। জানা গেছে ওই এলাকার প্রতিটি ঘরে ডিডাব্লিউএস দপ্তর থেকে ঠিকাদারের মাধ্যমে পাকা স্লেপ তৈরি করার কাজ শুরু করেছে, ইতিমধ্যে মুসলিম পাড়া এলাকার একাধিক বাড়িতে এই পাকা স্লেপ তৈরি হয়ে গেছে এবং এখনো চলছে কিন্তু মানুষের বাড়িতে পাকা স্লেপ স্লেপ তৈরিতেও কারচুপি করছে ঠিকেদার সহ শ্রমিকরা। কাঞ্চনমালা মুসলিম পাড়া এলাকার প্রতিটি বাড়িতে অতি নিম্নমানের পাকা স্লেপ তৈরি করছে বলে গুরুতর অভিযোগ তুলছেন এলাকার সাধারণ মানুষ। তারা শুক্রবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেছেন সরকারি পাকা স্লেপ তৈরিতে বেশি পরিমাণে বালি ব্যবহার করছে কিন্তু সিমেন্টের মাত্রা একেবারেই কম যার ফলে পাকা স্লেপগুলি অনায়াসেই ভেঙ্গে যাচ্ছে এবং কোথাও কোথাও ফাটল ধরে গেছে। বেশ কিছুদিন আগে সংশ্লিষ্ট ডিডাব্লিউএস দপ্তরের আধিকারিকদের এই বিষয়ের জানানো হয়েছিল কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আজ পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ সরকারি কাজে কারচুপির পেছনে সংশ্লিষ্ট ডিডব্লিউএস দপ্তরের হয়তো কেউ যুক্ত রয়েছে। কেননা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের একাধিকবার জানানোর পরেও এখনো পর্যন্ত এই সরকারি কাজের গুণগতমান খতিয়ে দেখতে কেউ আসেনি।

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato