চড়িলামঃ
কুপ্রস্তাবে রাজি না হওয়া মামির ঘরে লুটপাট করে ভাগিনা। অবাক করার মত ঘটনা সামনে এল চড়িলাম বিধানসভার দক্ষিন ব্রজপুর গ্রাম থেকে। এলাকার অমল দাস, পেশায় অটোচালক। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে একই বাড়িতে থাকা তাঁর মামী। মহিলা জানান তাঁর এই ভাগিনা অনেকদিন ধরেই তাঁকে কুপ্রস্তা দিচ্ছে। তিনি বলেছেন ভাগিনা মানে নিজ সন্তানের সমান। তারপর সেই মহিলা অমল দাসে স্ত্রী এবং মা’র কাছে বিষয়টি জানালেও তারা সেওকম কোন প্রতিবাদ কিংবা পদক্ষেপ গ্রহন করেনি। আর তাতে ভাগিনার আস্পর্ধা আরও বৃদ্ধি পায়। মহিলা আরও অভিযোগ করেন গত কিছুদিন পূর্বেও তাঁকে কুপ্রস্তাব দেয় সেই ভাগিনা। কিন্তু তিনি রাজি না হওয়ায় শেষ পর্যন্ত নির্জনতার সুযোগে রবিবার রাতে মহিলার ঘরে লুটপাট করে ভাগিনা অমল। এমনটাই অভিযোগ মামির।