Home BREAKING NEWS মদ্যপান করে স্ত্রী সহ দুই ছেলেকে দা দিয়ে কুপিয়ে প্রানে মারার চেষ্টা,অভিযুক্ত পলাতক

মদ্যপান করে স্ত্রী সহ দুই ছেলেকে দা দিয়ে কুপিয়ে প্রানে মারার চেষ্টা,অভিযুক্ত পলাতক

by News On Time Tripura
0 comment

ধর্মনগরঃ

মদ্যপান করে স্ত্রী ও দুই ছেলেকে দা দিয়ে কুপিয়ে প্রানে মারার চেষ্টার অভিযোগ উঠলো এক গৃহস্থের বিরুদ্ধে। বর্তমানে অভিযুক্ত গৃহস্থ পলাতক। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পূর্ব চন্দ্রপুরে।ঘটনার বিবরণে জানা গেছে বুধবার রাত আনুমানিক বারোটা নাগাদ পূর্ব চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নয় নং ওয়ার্ডে বাসিন্দা অনন্ত শর্মা প্রতিদিনের মতো মদমত্ত অবস্থায় বাড়িতে এসে ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।তখন ঘরে তার স্ত্রী সহ দুই ছেলে ছিল।তারা কিছু বুঝে উঠার আগেই অনন্ত সব্জি কাটার দা দিয়ে এলোপাতাড়ি তাদের উপর কোপ বসাতে থাকে।তাতে আহত হয় স্ত্রী ঝুম্পি গোস্বামী সহ দুই ছেলে।তখন তারা চিৎকার চেঁচামেচি করলে অভিযুক্ত পালিয়ে যায়।তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।খবর পেয়ে স্হানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে।বর্তমানে উভয়েই জেলা‌ হাসপাতালে চিকিৎসাধীন।সাথে পুলিশ একটি মামলা‌ হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে আহত ঝুম্পি গোস্বামী জানান,স্বামী অন্তত নাকি প্রায়ই রাতে অতিরিক্ত মদ্যপান করে স্ত্রী এবং ছেলেদের মারধর করে।তারা একই বাড়িতে থাকলেও স্বামী এক ঘরে এবং তিনি দুই ছেলেকে নিয়ে আলাদা ঘরে থাকেন। তাছাড়া স্বামী কোন রোজগার করে না।আর তিনি অঙ্গনওয়াড়ি সেন্টারের হেল্পারের কাজ করে কোন রকমে সংসার প্রতিপালন করছেন।তবে বুধবার রাতে স্বামী যেভাবে তার উপর ও তার দুই ছেলের উপর দা দিয়ে আক্রমণ করে প্রানে মেরে ফেলার চেষ্টা করেছিল তাতে আতঙ্কিত হয়ে পুলিশের শরণাপন্ন হয়ে সুবিচার চেয়েছেন তিনি। অপরদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে,স্ত্রীর উপর সন্দেহের জেরেই নাকি স্বামীর এই আক্রমণ।

You may also like