Home BREAKING NEWS কাঞ্চনপুরের সুপারি বোঝাই গাড়ি ছিনতাই মামলায় পুলিশ অফিসার সহ গ্রেপ্তার তিন

কাঞ্চনপুরের সুপারি বোঝাই গাড়ি ছিনতাই মামলায় পুলিশ অফিসার সহ গ্রেপ্তার তিন

by News On Time Tripura
0 comment

কাঞ্চনপুরঃ

চুরি- ছিনতাই – ডাকাতির ঘটনা যেন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে গোটা রাজ্যে। এবার এক সুপারি ব্যবসায়ীকে মারধর করে গাড়ি বোঝাই সুপারি ছিনতাই করল একদল ডাকাত ! বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটে কাঞ্চনপুর জম্পুই সড়কের মাঝামাঝি নতুন বস্তি এলাকায় ! এই ঘটনায় আক্রান্ত সুপারি ব্যবসায়ীরা প্রথম দিকে থানায় কোন অভিযোগ জানায়নি। তবে ঘটনার একদিন পর অর্থাৎ শনিবার আক্রান্ত সুপারি ব্যবসায়ীরা কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ! কাঞ্চনপুর থানার পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে ! পুলিশ তদন্তে নেমে ২৪ ঘন্টার ব্যবধানে এই ডাকাতি ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ! অভিযুক্তরা হল বিজয় নাথ ও প্রতিম বড়ুয়া ! সেই সাথে ঘটনার দিন ব্যবহৃত গাড়িটি আটক করে কাঞ্চনপুর থানার পুলিশ ! ইতিমধ্যে রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে চাঞ্চল্যকর এই ঘটনার পুলিশি তদন্তের নির্দেশ দেওয়া হয় বলে সূত্রের খবর ! যার পরেই কাঞ্চনপুর থানার তৎপরতা পরিলক্ষিত হয়।

কাঞ্চনপুরের সুপারি কাণ্ডের নয়া মোর ! গ্রেপ্তার পুলিশ অফিসার! কাঞ্চনপুরে সুপারি ব্যবসায়ীদের থেকে গাড়ি ভর্তি সুপারি ছিনতাইয়ে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে শেষ পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে কাঞ্চনপুর থানার এস.আই পূর্ণ মগকে গ্রেপ্তার করা হয়..

You may also like

Subscribe

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato