
বিলোনিয়াঃ
সেশান জার্জের আবাসনে আত্মঘাতীর চেষ্টা এক পুলিশ হাবিল দারের। নাম জয়দীপ দাস। বয়স ৫৯ বছর। নিজের কারবাইনের গুলিতে আত্মঘাতীর চেষ্টা। দুই রাউন্ড গুলি চালায় নিজের থুতুনিতে। এই গুলি কাণ্ডের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিলোনিয়া জুড়ে। তবে আত্মঘাতীর চেষ্টার এক ঘন্টা আগে নিজ ফেইসবুকে বিডিও পোষ্ট করেছেন তিনি, স্ত্রী পুত্রের নামে ফেইসবুকে লাইভে এসে নিজের স্ত্রী ও ছেলের নাম করে, তবে কিসের প্রতিবাদ করতে বলেছে তা স্পষ্ট নয় । এই ঘটনায় সেশন জার্জের আবাসনে ছুটে এসেছে দক্ষিণ জেলার পুলিশ আধিকারিক অশোক সিনহা সহ মহকুমা পুলিশ আধিকারিক । যে জায়গায় আত্মঘাতীর চেষ্টা হয়েছে সে জায়গা সিল করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে জয়দীপ দাস কে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেয়া হয় আগরতলা জিবি হাসপাতালে।