Home BREAKING NEWS হল ফাঁকা, চটে গেলেন রতন

হল ফাঁকা, চটে গেলেন রতন

by News On Time Tripura
0 comment

বিলোনিয়াঃ

বেজায় ক্ষুব্দ মন্ত্রী রতন লাল নাথ। হন্তদন্ত হয়ে বিলোনিয়া শচীন দেববর্মন অডিটেরিয়াম হল থেকে বেরিয়ে সোজা কনভয়ের গাড়িতে উঠে চলে আসলেন সার্কিট হাউসে।আজ এই অডিটেরিয়াম হলে আয়োজিত হয় দক্ষিণ জেলাভিত্তিক কৃষকদের নিয়ে সাক্ষাৎকার সহ এক দিবসীয় কর্মশালা । আধিকারিকদের নির্দিষ্ট সময়ে না পেয়ে ক্ষুব্দ হয়ে হল ছেড়ে চলে গেলেন রাজ্যের মন্ত্রী রতল লাল নাথ। বৃহস্পতিবার বিলোনিয়া শচীন দেব বর্মন অডিটোরিয়ামে জেলার বিভিন্ন কৃষকদের সাথে সাক্ষাৎকার ও এক দিবসীয় কর্মশালা আয়োজন করা হয় দক্ষিণ জেলা শাসকের উদ্যোগে। অনুষ্ঠানের উপস্থিত থাকার কথা রাজ্যের দুই মন্ত্রী রতন লাল নাথ ও শুক্লাচরণ নোয়াতিয়া। অনুষ্ঠানটি বেলা ১১ঃ৩০ টায় শুরু হওয়ার কথা থাকলেও বেলা প্রায় পৌনে ১২: ০০ টায় মন্ত্রী রতন নাথ তার কনভয় নিয়ে সরাসরি শচীন দেব বর্মন অডিটোরিয়াম এর সদর দরজায় দিয়ে হলরুমে প্রবেশ করেন। কিন্তু হল রুমে গিয়ে মন্ত্রী দেখেন হল রুমে জেলাশাসক থেকে বিভিন্ন দপ্তরের এগ্রিকালচার হর্টিকালচার পশুপালন দপ্তর এবং মৎস্য দপ্তরের কোন আধিকারিকরাই উপস্থিত নেই। শুধুমাত্র বিভিন্ন অফিসের কর্মীরা এবং গুটিকয়েক কৃষক হল রুমের দর্শক আসন অলংকৃত করে আছেন। এই অবস্থা দেখে রেগে যান খোদ মন্ত্রী রতন লাল নাথ৷ তিনি হল রুমের উপস্থিত অফিসকর্মী ও কৃষকদের সামনেই একপ্রকার চিৎকার চেঁচামেচি শুরু করে হল রুম থেকে বেরিয়ে কনভয় নিয়ে সোজা চলে যান সার্কিট হাউসে পরে মন্ত্রীর গোসা ভাঙতে খবর পেয়ে হন্তদন্ত হয়ে সার্কিট হাউসে মন্ত্রীর দুয়ারে ছুটে যান দক্ষিণ জেলাশাসক সাজু ওয়াই এ সহ বিভিন্ন আধিকারিকরা । যাই হোক মান ভাঙ্গিয়ে বেলা প্রায় ১২টায় মন্ত্রীকে নিয়ে আসা হয় শচীন দেববর্মন অডিটেরিয়াম হলে। মন্ত্রী প্রবেশ করতেই হলের ভেতরে গুঞ্জন সহ হাসির রোল পরে যায় । অবশেষে মন্ত্রীর হাত ধরে সুচনা হয় শচীন দেববর্মন অডিটেরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানের । এই দিনের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা পরিষদের সহকারী সভাধিপতি, পৌরপিতা নিখিল চন্দ্র গোপ, জেলা শাসক সাজু ওয়াহিদ এ সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। রাজ্যের মন্ত্রীর এহেন আচরণে স্তম্ভিত দর্শক আসনে বসা বিভিন্ন কৃষক থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মী কর্মীরা। যদিও মন্ত্রী রেগে হল থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মী উপ-অধীকর্তারা মুখে কুলুপ এটেছেন। মন্ত্রীর এই আচরণে হাসির রোল যেমন পরে বিলোনিয়া জুড়ে। তেমনি দপ্তর যে কি অবস্থায় চলছে এটারও প্রমাণ পাওয়া গেল বৃহস্পতিবার বিলোনিয়া শচীন দেববর্মন অডিটোরিয়ামে।

You may also like

Subscribe

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

© 2025 News On Time Tripura – All Rights Reserved. Developed by Cibato