Home BREAKING NEWS রামের রাজ্যে অসুরক্ষিত সীতা । জামিনে ছাড়া পেয়ে ধর্ষিতাকে কুপিয়ে মারল ধর্ষক !

রামের রাজ্যে অসুরক্ষিত সীতা । জামিনে ছাড়া পেয়ে ধর্ষিতাকে কুপিয়ে মারল ধর্ষক !

by News On Time Tripura
0 comment

উত্তরপ্রদেশঃ

যোগীর রাজ্য উত্তরপ্রদেশে আরো একটি চাঞ্চল্যকর ঘটনায় আবারও ওই রাজ্যের পুলিশি ব্যবস্থার ওপর প্রশ্ন ওঠা শুরু হল। ধর্ষণের অভিযুক্ত জামিনে ছাড়া পেয়ে কুপিয়ে মারলো ধর্ষিতাকে।
উত্তরপ্রদেশের ব্যস্ত রাস্তায় ধর্ষিতাকে তাড়া করে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ধর্ষক এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কৌশাম্বিতে। পথচারীরা অসহায়ের মতো সেই দৃশ্য দাঁড়িয়ে দেখলেন। খুনের পর অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পথচারীরাই পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হলেন পবন এবং অশোক নিশাদ। সম্পর্কে তাঁরা দুই ভাই। দু’জনের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে। বছর তিনেক আগে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল পবনের বিরুদ্ধে। সেই ঘটনায় একটি মামলা দায়ের করেছিল তরুণীর পরিবার। অভিযোগ, তার পর থেকেই তরুণী এবং তাঁর পরিবারকে নানা রকম ভাবে উত্ত্যক্ত করছিলেন পবন এবং সঙ্গীরা। শুধু তাই-ই নয়, মামলাটি তুলে নেওয়ার জন্য তাঁদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল বলেও অভিযোগ। অবশেষে মামলা প্রত্যাহার না করায় জামিনে ছাড়া পেয়ে এসে সেই ধর্ষিতা তরুণীকেই নির্মমভাবে হত্যা করল দুই ভাই।

You may also like