
কদমতলায়ঃ মাদক মামলায় আকদ্দছ আলী নামের এক ব্যক্তিকে আটক করেছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার পুলিশ।পলাতক ধৃত ব্যক্তির ছেলে সাদ্দাম হোসেন।জানা গেছে সোমবার দুপুর আনুমানিক দুটো নাগাদ কদমতলা থানার পুলিশ থানা এলাকার দক্ষিণ কদমতলা এলাকায় অভিযান চালায়।অভিযান চালিয়ে মাদক মামলায় পলাতক আসামী আকদ্দছ আলী ও তার ছেলে সাদ্দাম হোসেনের খোঁজে তাদের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে আসামি আকদ্দছকে আটক করতে সক্ষম হলেও তার ছেলে সাদ্দামকে বাড়িতে পাওয়া যায়নি।সাথে ঐ বাড়ি থেকে ১০৭ বোতল বিলেতি মদ উদ্ধার করে পুলিশ।এমর্মে কদমতলা থানার অফিসার ইনচার্জ আর এম সাংমা জানান,ধৃত ব্যক্তি ও তার ছেলে মাদক মামলায় আসামী ছিল।তারা দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়েছিল।খুব শিগগিরই পলাতক অপর আসামীকেও জালে তুলা হবে বলে জানিয়েছেন ইনচার্জ।