আগরতলাঃ
রাজ্যের পর্যটন দপ্তরের ব্র্যান্ড এম্বাসেডর হিসাবে নিযুক্তি স্বীকার করেছিলেন দেশের প্রবাদপ্রতিম ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী নিজে কোলকাতায় গিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কিন্তু কয়েকমাস অতিবাহিত হয়ে গেলেও সৌরভকে রাজ্যে আসতে দেখা যায়নি। এই বিষয়ে শুরু হয়েছিল নানা প্রশ্ন। তবে সৌরভের বিষয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা নিজে। বুধবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে রাজধানীর উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানালেন খুব শীঘ্রই রাজ্যে এসে পর্যটনের প্রচারে নামবেন সৌরভ গাঙ্গুলি। তিনি জানান সব ঠিকঠাক থাকলে অক্টোবরের ৫ তারিখের পরেই রাজ্যে আসতে পারেন সৌরভ গাঙ্গুলী।