Home BREAKING NEWS উপ নির্বাচনে সিপিএম-এর পরিবারবাদ !

উপ নির্বাচনে সিপিএম-এর পরিবারবাদ !

by News On Time Tripura
0 comment

বক্সনগরঃ

সিপিএম-এও চলে এসেছে পরিবারবাদ। যোগ্য এবং পুরনো কর্মীদের ব্রাত্য রেখে প্রয়াত বিধায়কের ছেলেকে টিকিট দিয়ে পরিবারবাদের তালিকায় নাম লেখালো সিপিআইএম। বক্সনগরে সিপিএম প্রার্থি নিয়ে এইভাবেই প্রতিক্রিয়া তুলে ধরলেন বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। তিনি বলেন যে পরিবারবাদ কংগ্রেসে ছিল, আজ তা গ্রহণ করল সিপিএম এর মত দল। সিম্পেথী ভোটের আশায় এই পথে হাটল বামফ্রন্ট। তবে সিম্পেথী অথবা আবেগের উপর যদি ভোট হত তাহলে রাহুল গান্ধী আজ প্রধানমন্ত্রী হতেন। মানুষ উন্নয়নের জন্য ভোট দেবেন। সিপিএম এর পরিবারবাদ হারবে বক্সনগরে।

You may also like