Home ভারত ‘বিক্রম’-এর সফল অবতরণ, দেশে উৎসব

‘বিক্রম’-এর সফল অবতরণ, দেশে উৎসব

by News On Time Tripura
0 comment

দেশঃ ইতিহাস রচনা করল ভারত। চাদের দক্ষিণ মেরুতে অবতরনকারি প্রথম দেশ হল ভারত। চাদের মাটিতে এর পূর্বে পৃথিবীর তিনটি দেশ মাত্র পৌঁছতে পেরেছে। আমেরিকা, রাশিয়া ও চিনের পর চাঁদে অবতরনকারী দেশ হিসেবে ভারত চতুর্থ দেশ হলেও চাদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ভারতের এই গৌরবে সমগ্র বিশ্ব আজ আনন্দিত। ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে যাত্রা শুরু করে ৪০ দিনের মাথায় চাঁদের মাটিতে সফল অবতরন করল চন্দ্রযান ৩। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি ছুঁয়ে মহাকাশে এক অনন্য ইতিহাস রচনা করল দেশের বিজ্ঞানীরা। বিক্রম ল্যান্ডারের সফল অবতরন দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি দেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযানে যুক্ত সকল বিজ্ঞানী এবং কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রযান ৩ এর প্রজেক্ট ডিরেক্টর পি. ভীরামুথুভেল।

You may also like